বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নতুন কমিটি ছাড়া গতি আসবে না

-নাসিম হোসাইন, সভাপতি, সিলেট মহানগর বিএনপি

নতুন কমিটি ছাড়া গতি আসবে না

নতুন কমিটি ছাড়া দলের কাজে গতি আসবে না বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেছেন, কমিটি পুনর্গঠন হলে নতুন নেতৃত্ব আসে। দল গতি পায়।

গেল বছরের এপ্রিলে সিলেট মহানগর বিএনপির কমিটির মেয়াদ পেরিয়ে গেছে। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটি দায়িত্ব চালিয়ে যাচ্ছে। এর মধ্যে নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আজমল বখত সাদেক দীর্ঘদিন থেকে প্রবাসে থাকায় দ্বিতীয় যুগ্মসাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দিয়েই চলছে সংগঠনের কার্যক্রম। জোড়াতালি দিয়ে এভাবে দলীয় কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নাসিম হোসাইন। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘মেয়াদ শেষ হলেও কেন্দ্র থেকে কমিটি পুনর্গঠনের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হওয়া দরকার।’ তিনি বলেন, ‘মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক প্রথম এক বছর দায়িত্ব পালন করেন। এর পর থেকে তিনি বিদেশে আছেন। পরে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। তিনিও বিদেশে থাকায় আরেকজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।’ মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে তৃণমূলের নেতা-কর্মীরাও দলীয় কর্মকান্ডে আগ্রহ হারিয়েছেন। রাজপথের কর্মসূচিতে তারা সম্পৃক্ত হতে চাচ্ছেন না। এ অবস্থা থেকে দলকে টেনে তুলতে হলে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠনেন প্রয়োজনের কথা জানান মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের চাঙ্গা করে দলকে সুসংগঠিত করতে হলে গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন করে নতুন কমিটি গঠন করতে হবে। এতে নির্বাচিতদের দায়িত্ব থাকে বেশি, ব্যক্তির চেয়ে দল বেশি প্রাধান্য পায়। মহানগর বিএনপি পুনর্গঠিত হলে আন্দোলন-সংগ্রাম আরও বেশি জোরালো হবে। বর্তমানে মেয়াদোত্তীর্ণ কমিটি থাকায় তৃণমূলে উৎসাহ-উদ্দীপনায় কিছুটা ভাটা পড়েছে। কমিটি পুনর্গঠনের জন্য আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি।’

সর্বশেষ খবর