বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার দায়িত্ব গ্রহণ

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গতকাল তার দায়িত্বভার গ্রহণ করেছেন। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকে দায়িত্বভার নেওয়ার পর তিনি বলেন, ভারতের প্রধান প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো ও সহমত গড়ে তোলা এবং সন্ত্রাসবাদ দমনে দৃঢ় পদক্ষেপ বজায় রাখা। তবে তার আশু কর্তব্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আয়োজন চূড়ান্তকরণ। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসবে অংশ নেওয়ার জন্য মোদি ১৬ মার্চ ঢাকা পৌঁছবেন। ৫৭ বছর বয়সী শ্রিংলা ১৯৮৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (আইএফএস) যোগ দেন। পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। বিজয় গোখলে গত মঙ্গলবার অবসরে গেলে তার জায়গায় পররাষ্ট্র সচিব নিযুক্ত হন হর্ষবর্ধন শ্রিংলা।

সর্বশেষ খবর