বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ডিবি পরিচয়ে ডাকাতি

স্কয়ার ফার্মার ২৬৯ ড্রাম কাঁচামাল উদ্ধার গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে স্কয়ার ফার্মার ২ কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন ওপু রোজারিও, রুহুল আমিন ও জামাল হোসেন। গত মঙ্গলবার র‌্যাব-৪-এর একাধিক দল ঢাকা ও রাজশাহীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দুর্র্ধর্ষ ডাকাত দলের সদস্য। এ সময় তাদের কাছ থেকে কাঁচামাল উদ্ধার করা হয়েছে। গতকাল কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে স্কয়ার ফার্মার ২ কোটি টাকা মূল্যের কাঁচামাল ডাকাতি করেছিল। এদের মধ্যে ওপু ডাকাত দলের মূল হোতা। ১৪ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈরে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডিবি পরিচয়ে স্কয়ার ফার্মার ওষুধ তৈরির ২৬৯ ড্রাম কাঁচামাল ডাকাতি করে। পরদিন এ ঘটনায় মামলা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় কলাবাগান থানার পশ্চিম রাজাবাজারে অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূল হোতা ওপুকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যে রাজশাহী থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়। জামাল হোসেনের এক আত্মীয়ের বাড়ি থেকে ডাকাতি হওয়া ৪৯ ড্রাম কাঁচামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী যেমন পুলিশ, ডিবি, সিআইডির পরিচয় দিয়ে ডাকাতি করে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো হ্যান্ডকাফ, রশি, ওয়াকিটকি সেট ও রিফ্লেকটিং জ্যাকেট ব্যবহার করে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে।

সর্বশেষ খবর