শিরোনাম
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

হঠাৎ ৪০ টাকা বাড়ল পিয়াজে

নিজস্ব প্রতিবেদক

নতুন পিয়াজ উঠছে। বাজারে সরবরাহও রয়েছে পর্যাপ্ত। তারপরও হঠাৎ কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে গেছে পণ্যটির দাম। দুই দিন আগেও পিয়াজের দাম ছিল কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। গতকাল রাজধানীতে ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। পিয়াজ ব্যবসায়ীদের এ ধরনের আচরণ ভালোভাবে নিচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম উপায়ে পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে উৎপাদিত পিয়াজ (মুড়িকাটা) পর্যাপ্ত বাজারে রয়েছে। প্রতিদিন পণ্যটির সরবরাহ বাড়ছে। পাশাপাশি আমদানিও অব্যাহত রয়েছে। এ মুহূর্তে দেশে পিয়াজের কোনো সংকট নেই। সঙ্গত কারণে মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা দেশব্যাপী বাজার মনিটরিং জোরদার করেছে। কোনো ব্যবসায়ী পিয়াজ মজুদ, কৃত্রিম উপায়ে মূল্যবৃদ্ধির চেষ্টা বা স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর