শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা ও যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত

নিজস্ব ও যশোর প্রতিবেদক

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঢাকার খিলক্ষেতে দুজন ও যশোর সদরে একজন নিহত হয়েছেন। তারা হলেন ঢাকায় নাজমুল ও মোটা শাহীন এবং যশোরে জুয়েল (২৯)। পুলিশ বলছে, ঢাকার দুজন ছিনতাইয়ের পাশাপাশি গামছা পার্টির সক্রিয় সদস্য। তারা একাধিক মানুষকে গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। এ ছাড়া যশোরে নিহত জুয়েল আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর  রহমান জানান, নাজমুল ও শাহীন ছিনতাইসহ চারটি খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের নামে হাতিরঝিল থানায় একটি, খিলক্ষেত থানায় দুটি ও ভাটারা থানায় একটি মামলা তদন্তাধীন আছে। ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাদের ধরতে খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ওই দুজন নিহত হন। ডিএমপির ডিসি (তেজগাঁও বিভাগ) বিপ্লব বিজয় তালুকদার জানান, নাজমুল ও শাহীন ছিনতাইয়ের পাশাপাশি ছিনতাই করতে গিয়ে মানুষ খুন করতেন। তাদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। সম্প্রতি ফ্লাইওভারে ছিনতাই ও ছিনতাই করতে গিয়ে তারা কয়েকটি খুনের ঘটনা ঘটায়। সেই চক্রের তিনজনকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্যে নাজমুল ও মোটা শাহীনের নাম উঠে আসে। তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। চক্রটি ‘গামছা পার্টি’ নামে পরিচিত। যশোরে জুয়েল নিহত : যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জুয়েল জানান, গত বছরের ৩০ নভেম্বর যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে আনসার সদস্য হোসেন আলীকে। আনসার সদস্য হত্যা মামলায় ১৪ ডিসেম্বর সাতজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকান্ডে জড়িত প্রধান দুই আসামি হাশিমপুর এলাকার জুয়েল ও মুন্নাকে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছিল পুলিশ। গত মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে জুয়েলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী মুন্নাকে ধরতে বুধবার রাত ৩টার দিকে হাশিমপুরে অভিযান চালানো হয়। এ সময় মুন্না ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে জুয়েল গুলিবিদ্ধ হন। জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১০-১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর