শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওয়াজ নিয়ে সংসদে হৈচৈ

নিজস্ব প্রতিবেদক

বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের কর্মকান্ড চালাচ্ছে। অথচ ইসলাম ধর্মের অনুসারীরা তাফসির মাহফিল করতে গেলে নিষেধাজ্ঞা আসছে। এ সময় হৈচৈ করে তার বক্তব্যে বাধা দেন ও আপত্তি জানান সরকারি দলের সংসদ সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপিদলীয় এমপি হারুনুর রশীদ বিষয়টির সূত্রপাত করতেই সরকারদলীয় সদস্যদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় হৈচৈ করে সরকারি দলের সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ করার পাশাপাশি ফ্লোর নিয়ে বিএনপির উত্থাপিত অভিযোগের কড়া জবাব দেন। বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও বর্তমান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, দেশের সব জায়গায় জেলা-উপজেলা পর্যায়ে ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, শুধু জামায়াতিপন্থায় মানুষ যাতে শিক্ষা-দীক্ষা না নেয়, যাতে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না করে, সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি। এক্ষেত্রে ইসলামী কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। তিনি আরও বলেন, উনি (হারুনুর রশীদ) জামায়াতপন্থিদের কথামতো এখানে কিছু কথা উত্থাপন করেছেন। মুষ্টিমেয় কয়েকজন মানুষ জামায়াতিদের পক্ষে। দেশের ১৬ কোটি মানুষ তাদের বিরোধিতা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করা থেকে রক্ষার চেষ্টা চলছে।

তবে ইসলাম আছে, ইসলাম থাকবে, বাংলাদেশ চিরদিন মুসলমানদের স্বার্থ রক্ষা করে চলবে। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উনি (হারুনুর রশীদ) সংবিধানের উদ্ধৃতি দিয়ে পূর্বের ন্যায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলেন। তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিমের ব্যাখ্যা হিসেবে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর