রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভোটের সকালে প্রার্থীদের যত কথা

ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে

-শেখ ফজলে নূর তাপস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ইলেকট্রনিকস ভোটিং মেশিনে এই প্রথম আমি ভোট দিলাম। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। গত ১৮ দিন আমরা যে গণসংযোগ করেছি ঢাকাবাসী আমাদের অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাদরে গ্রহণ করেছে। আমরা যে রূপরেখা ও ইশতেহার দিয়েছি ঢাকাবাসী উন্নয়নের পক্ষে তাদের ভোট দিয়ে রায় দেবেন।’ গতকাল সকাল ৮টা ৩৫ মিনিটে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। ভোট দেওয়া শেষে ফজলে নূর তাপস বলেন, ‘নির্বাচনে হার-জিত থাকবে। এটি অবশ্যই প্রতিযোগিতামূলক। আমি খুবই আশাবাদী নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচন এখনো শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ অমূলক। বিএনপির সাংগঠনিক শক্তি বা ক্ষমতা না থাকায় তারা তাদের পোলিং এজেন্ট দিতে পারেনি। তারা দিতে পারছে না বলে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।’ ইভিএম নিয়ে বিরোধী দলের আপত্তি ছিল এমন প্রশ্নে তাপস আরও বলেন, ‘ইভিএমে আমি প্রথম ভোট দিলাম। আমার কাছে সহজ ও আধুনিক মনে হয়েছে। আমার ভোটটি সঠিক জায়গায় গেছে এটি নিশ্চিত। আমি গণসংযোগেও দেখেছি ঢাকাবাসীর এ বিষয়ে কোনো অভিযোগ ছিল না।  ‘শেষ দিন পর্যন্ত বিদেশিদের কাছে নালিশ করেছে বিএনপি’- এমন মন্তব্য করে শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘গণসংযোগের সময়ও তারা অভিযোগ নিয়ে ব্যস্ত ছিলেন, এখনো নালিশ নিয়ে ব্যস্ত আছেন। আমরা তো নির্বাচন ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছি। জনগণ সেটা মেনে নিয়েছে। তাদের উন্নয়নের কোনো রূপরেখা ছিল না। এখন ঢাকাবাসী ভোট দিয়ে তাদের সেবক নির্বাচিত করবে। ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবে।’

সর্বশেষ খবর