শিরোনাম
রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভোটের সকালে প্রার্থীদের যত কথা

পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি

-ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘আমি জীবনে প্রথম ভোট দিলাম। আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। যেসব ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা চলছে, আমরা সেখানে যাব। আমাকে যদি হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, হব। কিন্তু ভোট কেন্দ্র দখলমুক্ত করতে পিছপা হব না।’ গতকাল সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রকৌশলী ইশরাক হোসেন। ইশরাক বলেন, ‘আমি আজকে প্রথম ভোট দিলাম। এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়নি। আমি ধানের শীষে আমার ভোট দিয়েছি। আমাদের বিএনপি সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী এবং মহিলা কাউন্সিলর প্রার্থী আছেন  তাদের ভোট দিয়েছি। গত রাত থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম বিভিন্ন কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা কেটে দেওয়া হচ্ছিল। সেগুলোর কিছু ছবি ও ভিডিও ফুটেজ আমরা শেয়ার করেছি গণমাধ্যমে।’

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেছেন, ভোট কেন্দ্র দখলে এবং নিয়ন্ত্রণে রাখতে। তার আরও সংযত ভাষা ব্যবহার করা উচিত ছিল বলে আমি মনে করি। কারণ, এ ধরনের উসকানিমূলক বক্তব্য সংঘাতের আশঙ্কা তৈরি করে।’

ইশরাক বলেন, ‘আমি আমার বাবাকে স্মরণ করে বাসা থেকে বের হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। ভোটারদের নিরাপদভাবে ভোট দেওয়ার জন্য যা করণীয় আমি করব।’ ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ইভিএমে আমি প্রথমবারেই ভোট সম্পন্ন করতে পেরেছি। কিন্তু এর ত্রুটিযুক্ত প্রোগ্রামিং নিয়ে আমরা যে আশঙ্কাগুলো প্রকাশ করছিলাম তা থেকে আমরা সরে আসছি না। ফলাফল আমার পক্ষে এলেও নির্বাচনে ইভিএম মেনে নেব না।’

সর্বশেষ খবর