রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভোটের সকালে প্রার্থীদের যত কথা

সবাইকে নিয়ে আধুনিক ঢাকা

-আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনে হার-জিত আছে। ভোটের রায়ে পাওয়া যে কোনো ফলাফল মেনে নেব। বিজয়ী হলে সবাইকে সঙ্গে নিয়ে সুস্থ সচল আধুনিক ঢাকা গড়ে তুলব। গতকাল সকাল সোয়া ৮টার দিকে উত্তরা-৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। আতিকুল ইসলাম তার কেন্দ্রের প্রথম ভোটটিই দেন। এরপর তিনি বলেন, ‘আমার ইচ্ছা ছিল এই কেন্দ্রের প্রথম ভোটটি আমি দেব। এসে জানতে পারি, এই কেন্দ্রে আমার সিরিয়ালই আগে পড়েছে। ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। ইভিএমে ভোট দিতে পেরে আমি সন্তুষ্ট। আশা করি, জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন।’ আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। এটাই নিয়ম। ফলাফল যাই হোক তা আমি মেনে নেব। যদি জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তবে আমি চেষ্টা করব প্রতিপক্ষের ইশতেহারে যদি ভালো কিছু থাকে তা নিয়েও কাজ করে যাওয়ার। আর যদি আমি নির্বাচনে নাও জিততে পারি তবে সেক্ষেত্রেও আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব জয়ী প্রার্থীর সঙ্গে।’ এরপর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন এই মেয়র প্রার্থী। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর