রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভোটের সকালে প্রার্থীদের যত কথা

ব্রেকডাউন হয়ে গেছে ইভিএম

-তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমার মা যে ইভিএম মেশিনটিতে ভোট দিতে গিয়েছিলেন সেটি ব্রেকডাউন হয়ে গেছে। কোনো এক কারণে সেটা দীর্ঘসময় ঠিক করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং  এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।’ গতকাল সকাল ৮টা ৫ মিনিটে গুলশান-২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন তাবিথ আউয়াল। তিনি আরও বলেন, ‘প্রতিটি এলাকায় নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট থাকার কথা। কিন্তু আমি কোনো ম্যাজিস্ট্রেট দেখিনি। সার্বিক পরিস্থিতি যা দেখছি, সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না। তারপরও আমি ভোটারদের আহ্বান জানাচ্ছি যে, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন। যেভাবেই হোক ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করব। এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অনেক ভোটারকেও হুমকি দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের আঙ্গুলের ছাপ নিয়ে ভোট দেওয়া হয়ে গেছে বলে বিদায় করে দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর