রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
আওয়ামী লীগ বিএনপির প্রতিক্রিয়া

বিএনপির অভিযোগ ভিত্তিহীন : আমু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অভিযোগ ভিত্তিহীন : আমু

ঢাকা সিটি ভোট নিয়ে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপি করা সম্ভব নয়; এটা প্রমাণিত হলো। ইভিএম আতঙ্ক দূর হয়েছে। সুষ্ঠুভাবে ভোট হয়েছে।  বিএনপি আগে ঘোষণা দিয়েছিল তারা নির্বাচন কেন্দ্র পাহাড়া দেবে। জীবন দিয়ে হলে ভোট কেন্দ্রে থাকবে। বিএনপি আজকে ছিল কোথায়? নিজেদের ভরাডুবির কথা জেনে, তারা মনে হয় আত্মগোপন করেছে। কোথাও কোনো ভোটার বাধাপ্রাপ্ত হয়নি। কারও এজেন্ট বের করে দেওয়া হয়নি। বিএনপির সব অভিযোগ ভিত্তিহীন। গতকাল ভোটগ্রহণের পরপর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার তিন কারণের কথা উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ভোটের তারিখ পরিবর্তন, ঢাকায় যানবাহনের স্বল্পতা এবং টানা সরকারি ছুটি এই তিনটি কারণে ভোটারের উপস্থিতি কম হয়েছে। সাংবাদিকদের অপর প্রশ্নে আমু বলেন, কেন্দ্রে ভোটার কম হওয়ার পেছনে কাউন্সিলর প্রার্থীদের ব্যর্থতা থাকতে পারে। তিনি বলেন, ৩০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমার ধারণা। আমরা এখনো পুরোপুরি খবর নিতে পারিনি। নির্বাচন সুষ্ঠু করায় সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মো. আবদুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মোজাফ্ফর হোসেন পল্টু, মুকুল বোস প্রমুখ।

সর্বশেষ খবর