রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
আওয়ামী লীগ বিএনপির প্রতিক্রিয়া

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এবার ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের আগ্রহ বেশি ছিল। গতকাল সন্ধ্যায় বনানীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আগে ভোট কেন্দ্রে জাল ভোট হতো। কিন্তু ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ ছিল না। এমনকি বিদেশি পর্যবেক্ষকরা বিশেষ করে ব্রিটিশ হাইকমিশনার, মার্কিন রাষ্ট্রদূত ঘুরে দেখেছেন। তারা সবাই বলছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, এ নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি আগে থেকেই নানা অপপ্রচার করে আসছিল। তারা জেতার চেষ্টা না করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত ছিল। এখন তারা বলছে, তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ রকম তো কোনো ঘটনা ঘটার কথা নয়। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ছিল। তোফায়েল বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচন প্রশ্নবোধক হলে আমাদেরও কৈফিয়ত দিতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে আমাদের নেতা-কর্মীরা যেভাবে কাজ করেছেন, তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। গত নির্বাচনে আনিসুল হক বিজয়ী হন, তখন তাবিথ আউয়াল বেলা ১১টার মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু এবার বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে ছিল। আমরা যখন প্রথম ফলাফল দেখলাম, সেখানে নৌকা পেয়েছে ২৯১, আবার ধানের শীষও পেয়েছে ২৯১টি। দুই প্রার্থীর মধ্যে হার্ড কনটেস্ট হয়েছে।

সর্বশেষ খবর