রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদেশি কূটনীতিকদের ভোট কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকরা। গতকাল অনুষ্ঠিত ভোটে তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তবে ভোট নিয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার রাজধানীর রামপুরায় ইকরামুন্নেসা স্কুল ভোট  কেন্দ্রে যান। সেখানে তিনি কেন্দ্রের মধ্যে গিয়ে ভোটারদের ভোট দেওয়া দেখেন। কিছু সময় সেখানে থেকে তিনি বেরিয়ে যান। পরে মিলার তেজগাঁও মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তেজগাঁওয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করে স্কুলের খেলার মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। ভোটারদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনিও সকালের দিকে আসেন এ কেন্দ্রে। এখানে তিনি বুথের সামনে ঘুরে ঘুরে ভোট দেওয়া দেখেন। ভোটকেন্দ্র থেকে তারা বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেন। তবে তারা কোনো মন্তব্য করেননি। ডিকসন সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। পর্যবেক্ষণ করতে এসেছি।

সর্বশেষ খবর