রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ল

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল সংসদে ২০২০-২১ সালের সাধারণ বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে বাংলাদেশের জন্য আর্থিক সহযোগিতা বাড়ানো হয়েছে। গত বছর এ বরাদ্দ ছিল ১৭৫ কোটি রুপি, কিন্তু খরচ হয়েছিল ১৫০ কোটি রুপি। এবারের বরাদ্দ ৫০ কোটি বাড়িয়ে করা হয়েছে ২০০ কোটি রুপি। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ভারত-বাংলাদেশ যৌথ সহযোগিতার জন্য সহায়তার বরাদ্দ করা হয়েছে। তবে বেশ কয়েকটি প্রকল্পের কাজ অত্যন্ত ধীরে হচ্ছে বলে বরাদ্দ অর্থের সদ্ব্যবহার হচ্ছে না।

ভারতের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ কোটি রুপি। এর মধ্যে প্রতিরক্ষা খাতের জন্য ৩ লাখ কোটি রুপি, এর মধ্যে নতুন অস্ত্র কেনার জন্যই ২ লাখ কোটি রুপি। প্রতিবশী দেশের মধ্যে ভুটানের জন্য প্রতিবারের মতো সর্বাধিক বরাদ্দ হয়েছে ২ হাজার কোটি রুপির বেশি। মিয়ানমারে ভারত রাখাইন প্রদেশে বাসস্থানসহ পরিকাঠামো তৈরি করবে বলে এবারে বরাদ্দ বাড়িয়েছে। ১৭০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়েছে। তবে দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ গতবারের চেয়ে কমানো হয়েছে- ৩৪১ থেকে ৩২৫ কোটি রুপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোট বাজেট ১৬ হাজার কোটি রুপি। অর্থমন্ত্রী এবার সর্বাধিক সময়ে বাজেট বেশ করেছেন। ২ ঘণ্টা ৪০ মিনিট বাজেট ভাষণ দেওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়ায় শেষ দুই পাতা তিনি পড়তে পারেননি। তবে অসুস্থতা গুরুতর নয় বলে তিনি লোকসভা থেকে রাজ্যসভায় এসে বাজেট পেশ করেন। পরে সংবাদ সম্মেলনেও উপস্থিত হন। অর্থমন্ত্রী লিখিত ভাষণ পড়ার সময়ে বিরোধী সাংসদরা বারবার তাকে বাধা দেন। বিরোধী জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এ বাজেটকে ‘ধোঁকার বাজেট’ বলেছেন। তিনি বলেন, ভারতের মূল সমস্যা বেকারত্ব। সে বিষয়ে বাজেট নিশ্চুপ। বাজেট পেশের পর ভারতের শেয়ারবাজারে ১ হাজার পয়েন্ট দরপতন হয়েছে।

সর্বশেষ খবর