সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফুলেল শুভেচ্ছায় দিন কাটল আতিক-তাপসের

হরতালের সমর্থনে নয়াপল্টনে তাবিথ ইশরাক

নিজস্ব প্রতিবেদক

ভোটের পর দিন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আওয়ামী লীগ মনোনীত বিজয়ী দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন।

জানা যায়, ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলাম তার বনানীর নির্বাচনী কার্যালয়ে গেলে সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত হন। এ সময় অনেকে ফুল দিয়ে ঢাকা উত্তর সিটির মেয়রকে বরণ করে নেন। আতিকের উত্তরার বাসায়ও নেতা-কর্মীদের ঢল নামে। বিকালে বনানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আতিকুল ইসলাম। এ সময় তিনি সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন। এমনকি তাবিথের ইশতেহারের ভালো দিকগুলোও গ্রহণ করবেন বলে জানান। অন্যদিকে ভোটের ফলাফলের রাত থেকেই নেতা-কর্মীদের ঢল নামে দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বাসা ও ধানমন্ডির অফিসে। গতকালও দিনভর দুই স্থানেই নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এরপর সন্ধ্যায় ধানমন্ডিতে তার কার্যালয়ে ব্যারিস্টার তাপস মুখোমুখি হন সাংবাদিকদের। ঢাকা দক্ষিণের ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানান। তুলে ধরেন আগামীর স্বপ্ন। পরাজিত প্রতিপক্ষ প্রার্থী ইশরাক হোসেনের প্রতি সমবেদনা জানিয়ে উন্নত ঢাকা গড়তে তার সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত  মেয়র শেখ ফজলে নূর তাপস। সংবাদ সম্মেলনে তাপস বলেন, আমাদের প্রতিপক্ষ বিএনপির যে প্রার্থী পরাজিত হয়েছেন তার প্রতি সমবেদনা রইল। আমি আশা করব, উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তারাও আমাদেরকে সহযোগিতা করবে। তাদের প্রতিও শুভ কামনা রইল। আমাদের কারও প্রতি  কোনো বিদ্বেষ নেই, সবাইকে সঙ্গে নিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। তবে কোনো অশুভ শক্তি যেন ঢাকাকে অচল করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখব। আমরা ধৈর্যের সঙ্গে যে কোনো অবস্থা মোকাবিলা করব। আমরা সবার জন্য কাজ করব দল-মত নির্বিশেষে। ঢাকাবাসীর স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করতে চান জানিয়ে নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। নির্বাচনের আগেও বলেছি, নগর ভবনের দরজা ঢাকাবাসীর জন্য সব সময় খোলা থাকবে। আমরা দল-মত নির্বিশেষে, কিছু ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই। যেটা ঢাকাবাসীর স্বার্থে এবং উন্নয়ন হবে, আমরা সেটাই করব।’ নির্বাচনী প্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন সোমবারের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্বাচিত কাউন্সিলর ও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে, অনেক কিছু করার রয়েছে। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী।’ এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন ও উত্তর সিটির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও সাজানো। এ ফলাফলের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। আমরা এ ফলাফল প্রত্যাখ্যান করছি।’ নির্বাচনের ফলাফলে যে পরিমাণ ভোট কাস্ট দেখানো হয়েছে, তার চেয়ে অনেক কম ভোট কাস্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন। হরতালের সমর্থনে এ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, ‘ন্যূনতম সুষ্ঠু  কোনো ভোট হয়নি। এ রকম নির্বাচন আমরা কখনই প্রত্যাশা করেনি। আমরা এই ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।’ তিনি আরও বলেন, ‘হরতালের দাবি সাধারণ জনগণের কাছ থেকে এসেছে। আর আমরা সাধারণ জনগণের পাশে আছি, তাদের পক্ষে আছি।’

সর্বশেষ খবর