সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি করা হবে

-জহিরুল হক শাহজাদা, সাবেক সভাপতি, ফরিদপুর জেলা বিএনপি

নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি করা হবে

ফরিদপুর জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দলের অনেক নেতা-কর্মী ও সমর্থক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই হামলা-মামলার কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সব জুলুম-নির্যাতন উপেক্ষা করে ফরিদপুর জেলার বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করেছেন। বর্তমানে জেলা বিএনপির কোনো কমিটি নেই। আমরা আশা করছি, দলের মধ্যে থাকা ত্যাগী, নবীন-প্রবীণ নেতাদের নিয়ে শক্তিশালী একটি কমিটি গঠন করা হবে। যে কমিটি ফরিদপুর জেলা বিএনপির কর্মকান্ডকে আরও গতিশীল করবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে রাজপথে থাকবে। বর্তমান সময়কে চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়ে শাহজাদা মিয়া বলেন, বর্তমানে রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে গেছে। একদিকে ক্ষমতাসীনদের নানা ভয়ভীতি অন্যদিকে প্রশাসনের বাধার মুখে থাকতে হচ্ছে। তিনি বলেন, যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ছিলেন না তাদের কমিটিতে স্থান দেওয়া হবে না।

সর্বশেষ খবর