সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কান্না থামছে না নৃশংস হত্যার শিকার সুমনের মায়ের

নিজের এজেন্টকেই চিনছেন না নবনির্বাচিত কাউন্সিলর রাস্টন

নিজস্ব প্রতিবেদক

‘হারলেও ওরা, জিতলেও ওরা। কিন্তু বুক খালি করল আমার। ছেলেটার কী দোষ ছিল। সারা দিন লালমাটিয়া মহিলা কলেজের কেন্দ্রে নৌকা আর ঠেলাগাড়ির জন্য কাজ করছে। বিকালে বাসায় আইসা নাস্তা খাইয়া গেছে আড্ডা দিতে। সুস্থ সবল ছেলেকে আমি আর বুকে ফিরে পাইনি। আমি এ হত্যার বিচার চাই।’ আহাজারির সঙ্গে এ কথাগুলোই বলছিলেন রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় শনিবার রাতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত সুমন শিকদারের (২৪) মা ঝুমুর বেগম। অন্যদিকে সুমনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মোহাম্মদপুর কাটাসুর রহিম বেপারী ঘাটে শাহ আলমের ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সুমনের পরিবারের লোকজন। সুমনের বাবা আনোয়ার আহমেদ শিকদার রাজধানীর লালমাটিয়া এফ ব্লকের ৪/২ ভবনের তত্ত্বাবধায়ক। সেই ভবনের নিচতলায় মা-বাবার সঙ্গেই থাকতেন সুমন। গতকাল ওই বাসায় গিয়ে দেখা যায়, উপার্জনক্ষম সন্তান হারানোর শোকে শয্যাশায়ী মা ঝুমুর বেগম। মায়ের কান্না যেন কোনোভাবেই থামাতে পারছেন না দুই বোন সুইটি ও সুবর্ণা। মাকে সান্ত¡না দিতে গিয়ে নিজেরাও হাউমাউ করে কেঁদে উঠছিলেন বারবার। সুবর্ণা বলেন, নৌকা প্রতীকের মেয়র আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন সুমন। সারা দিন কাটিয়েছে লালমাটিয়া মহিলা কলেজে। ভোট শেষ হওয়ার পর বাসায় এসে নাস্তা খান সুমন। এরপর একটা কল আসে। ওই কলে ঘর থেকে বেরিয়ে যান সুমন। আর ফেরেননি। তিনি বলেন, ‘রাত ১০টার দিকে খবর পেয়ে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখি রক্তাক্ত নিথর শরীর নিয়ে স্ট্রেচারে শুয়ে আছেন সুমন ভাই। ডাক্তার ও পুলিশের মুখে জানতে পারি, সুমন ভাইকে কে বা কারা কুপিয়ে খুন করেছে।’ জানা গেছে, নিহত সুমন ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন। যদিও সুমন শিকদার নামের কাউকে চেনেন না বলে দাবি করছেন নবনির্বাচিত কাউন্সির রাস্টন। মোহাম্মাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, সুমন হত্যায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।

তবে রাতে মোবাইল ফোনে সুমনের ভাই বলেন, তারা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে জানান তিনি।

সর্বশেষ খবর