সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
রাজীবের মৃত্যু

দুই চালকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি ১১ মার্চ

আদালত প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই চালকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের শুনানি পিছিয়েছে। গতকাল এ মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণের জন্য ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া আগামী ১১ মার্চ নতুন দিন ধার্য করেন। এর আগে এ মামলায় দুই বাসচালকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. ইদ্রিস আলী গত বছর ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। দন্ডবিধির ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় এ অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের চালক মো. খোরশেদ। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ নিজামুদ্দিন ফকির সাংবাদিকদের জানান, এ মামলা রাজীব হোসেন রাজু নিজেই বাদী হয়ে করেছিলেন। পরবর্তী সময়ে রাজীব চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ১৭ এপ্রিল মারা যান। ফলে এ মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য নতুন দিন ধার্য করেছেন বিচারক। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পিছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটি ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের চাপে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায়ও প্রচ- আঘাত লাগে। দুর্ঘটনার পর তাকে প্রথমে শমরিতা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান তিনি। মৃত্যুর আগে ২০১৮ সালের ৩ এপ্রিল রাজীব শাহবাগ থানায় দন্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের সময় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৩৮ ধারা বাদ দিয়ে দন্ডবিধির ৩০৪(খ) ধারা যুক্ত করা হয়।

সর্বশেষ খবর