শিরোনাম
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দলের শৃঙ্খলা মেনে চলাই হলো গণতন্ত্র

-মোস্তাফিজুর রহমান ফিজার, সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগ

দলের শৃঙ্খলা মেনে চলাই হলো গণতন্ত্র

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, দলের মধ্যে ঐক্য নাই, ঠিক না। মুখে মুখে তো সব ঐক্যই আছে। কারও সঙ্গে কেউ দূরত্ব সৃষ্টি করে সেটা তাদের ব্যাপার। কারণ আমার সঙ্গে যদি কারও না মেলে তাহলে দুনিয়ার কারও সঙ্গে তার মিলবে না। আমি তো খবরদারি করি না, তিনি বলেন, যে এমপি সাহেব তার এলাকায় দলের শৃঙ্খলা মানবেন না, নিয়ম মানবেন না, সেটা তার ব্যাপার। দলের নিয়ম মেনে চলে তাদের সঙ্গে আমার কোনো সমস্যা হবে না। আমি আমার নির্বাচনী এলাকার ভালোমন্দগুলো দেখি আর জেলাপর্যায়ে দল পরিচালনার ক্ষেত্রে যে নির্দেশনা থাকে সেটাই দেয়। এটাকে কেউ প্রিয়-অপ্রিয় মনে করতে পারে। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কোনো দ্বন্দ্বই নেই। ব্যক্তিগত পছন্দ দিয়ে দল পরিচালনা করি না। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে সে সময়টাতে পার্টির ডিসিপ্লিনারির মধ্যে অনেক প্রকারের সমস্যা আসে। আর আমরা যখন বিরোধী দলে দায়িত্ব পালন করেছিলাম তখন এই সমস্যাগুলো প্রকট হয়ে দেখা দেয় না। খুব কম। দলের মধ্যে দলের শৃঙ্খলা মেনে চলার বিষয়টাই হলো গণতন্ত্র। সেই শৃঙ্খলা মেনে চলার ব্যত্যয় ঘটে, যখন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকি। সে সময়েই এসবের উদ্ভব হয়। সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

আমাদের নেত্রীর যে ঘোষণা দলকে গতিশীল করার জন্য, শুদ্ধি অভিযান, সেগুলোর আলোকে প্রতিটি ইউনিটকে সাজানোর জন্যই একটু সম্মেলন করতে দেরি হচ্ছে। আগামী মার্চে জেলা কাউন্সিলের চেষ্টা করা হচ্ছে। আমি দীর্ঘ দিন থেকে দল পরিচালনার দায়িত্বে আছি। ভালো-মন্দ মিলেই চলেছি।

সর্বশেষ খবর