বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশে গণতন্ত্র নেই বাকস্বাধীনতা নেই

-রেজিনা ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক

দেশে গণতন্ত্র নেই বাকস্বাধীনতা নেই

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজিনা ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। দলীয় কার্যালয়ে জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও আমাদের বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগের রাতেই বাড়িতে হানা দেয়। কর্মসূচির দিন আমাদের আগেই দলীয় অফিসে পুলিশের উপস্থিতি দেখা যায়। পুলিশের বাধার কারণে কোনো কর্মসূচিই ঠিকমতো পালন করতে পারছি না। আবার মামলার ভয়ে অনেক নেতা-কর্মী কর্মসূচিগুলোতে আসতে পারছে না। অন্য রাজনৈতিক দলগুলোকে বাধা না দিলেও শুধু বিএনপির কর্মসূচিতেই বাধা দেওয়া হয়। তিনি বলেন, বিএনপির আমলের যে সব উন্নয়ন হয়েছে, তারই ফলক পরিবর্তন করা হয়েছে মাত্র। দিনাজপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিনাজপুরে শিক্ষাবোর্ড প্রতিষ্ঠাও তাই। কিন্তু ফলক পরিবর্তন করে আজ নামও পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখুন উন্নয়নে দৃশ্যমান কোনটি? তিনি আরও বলেন, বিএনপি একটি বড় দল। গ্রুপিং নাই। তবে মতবিরোধ থাকতেই পারে। নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। তবুও দলের ক্রান্তিলগ্নে আমরা সবাই এক। ১২৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক রয়েছে। বিভিন্ন ইউনিটের কাউন্সিল করতেও বাধা পাচ্ছি। তাই এখনো জেলা বিএনপির কাউন্সিল করতে পারি নাই। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর