বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েক মাস না যেতেই ফের দখলে তুরাগ তীর। স্থায়ী সীমানা পিলার বসাতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে ফের উচ্ছেদ অভিযানে নেমে গতকাল তুরাগ তীরের ২২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দখলদারদের জেল-জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল প্রথম দিনের বিশেষ অভিযানে আশুলিয়া প্রত্যাশা ব্রিজ থেকে ধউর ব্রিজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অবমুক্ত করা হয় সাড়ে তিন একর তীরভূমি। উচ্ছেদকৃত মালামাল নিলামে ৪৮ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা ছাড়াও দখলদারদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে পাঁচজনকে। আজ সকাল ৯টা থেকে টঙ্গি ব্রিজ হতে ফের অভিযান শুরু করা হবে। আরিফ উদ্দিন বলেন, এর আগে ৫০ কার্যদিবসে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়। ফের দখল শুরু হতে দেখে জিরো টলারেন্স নিয়ে বিশেষ অভিযান চালাচ্ছি। কোনোভাবেই নদীতীর দখলে রাখতে দেওয়া হবে না। এ জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

সর্বশেষ খবর