বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে দুই দিন পর ফের দরপতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে দুই দিন পর ফের দরপতন

চলতি সপ্তাহে প্রথম দুই কার্যদিবস উত্থান হয়েছে। দুই দিন পর গতকাল আবার পতনে শেষ হয়েছে  লেনদেন। দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের সঙ্গে সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫২ কোটি ৪৭ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত থাকে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৪৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনে দ্বিতীয় স্থানে বিবিএস কেবলস এবং ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে সামিট পাওয়ার। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, খুলনা পাওয়ার, এডিএন টেলিকম, ওয়াইম্যাক্স এবং ভিএফএস থ্রেড ডাইং। সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয় গতকাল।

সর্বশেষ খবর