বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজশাহী নগর আওয়ামী লীগে বিতর্কিতরা পদ পেতে তৎপর

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে আগামীকালের বর্ধিত সভায়। তার আগেই গুরুত্বপূর্ণ পদ পেতে তৎপরতা শুরু করেছেন ছাত্রলীগ নেতা গোলাম মুর্শিদ হত্যা মামলায় দন্ড পাওয়া আজিজুল আলম বেন্টু। এবারের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক হতে চান। শুধু আজিজুল আলম বেন্টুই নন, তার মতো দলের ভিতর নানা বিষয়ে আলোচিত ও বিতর্কিতরা পদ পেতে তৎপর। টানা চার বছর আরডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে নেতা-কর্মী থেকে দূরে থাকা অধ্যক্ষ বজলুর রহমান সভাপতি প্রার্থী। এ ছাড়া বর্তমান সহসভাপতি নওশের আলী ও প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু কর্মীদের চেয়ে মেয়র লিটনের ঘনিষ্ঠ বেশি। তারা এবার সাধারণ সম্পাদক প্রার্থী। যা নিয়ে ইতিমধ্যে নগরজুড়ে আলোচনা চলছে।

রাজশাহী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট মহানগরের সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামীকাল রাজশাহীতে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রতিনিধি সভায় মহানগর সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসেই রাজশাহী মহানগরের কাউন্সিল অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। নতুন কমিটিতে শীর্ষ পদ পেতে নেতা-কর্মীদের মনোযোগ আকর্ষণে ইতিমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীরা পোস্টার ফেলেছেন নগরীর দেয়ালে দেয়ালে। পদপ্রত্যাশীরা তৃণমূলের সমর্থন পেতে ঘুরছেন ওয়ার্ডে ওয়ার্ডে। মহানগর সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মাঝে উদ্দীপনা থাকলেও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে এক ধরনের শঙ্কাও ভর করেছে তাদের মাঝে। তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, জেলায় সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মীর মত উপেক্ষা করে কেন্দ্রীয় নেতারা একটা দুর্বল নেতৃত্ব চাপিয়ে দিয়েছেন। তেমনি নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মহানগরেও যদি কর্মী বিচ্ছিন্ন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজশাহীতে আওয়ামী লীগ আবার নব্বই দশকের মতো নেতাসর্বস্ব সংগঠনে পরিণত হবে। হতাশায় সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে হাজার হাজার নেতা-কর্মী। তাই তৃণমূল নেতা-কর্মীরা চাইছেন কর্মীবান্ধব নেতৃত্ব যারা কর্মীদের বিপদে-আপদে পাশে থাকবেন। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনই থাকছেন এমন কথা জোর দিয়ে বলেছেন নেতা-কর্মীরা। সভাপতি পদে রাজশাহীতে লিটনের বিকল্প কাউকেই দেখছেন না তারা। মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান সভাপতি পদ পেতে কেন্দ্রে লবিং করছেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি নিয়েই চলছে নানামুখী আলোচনা। দলের ভিতরে ও বাইরেও বিষয়টি নিয়ে সরব নেতা-কর্মীরা। বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার আবারও ওই পদটি পাচ্ছেন এমনটা মনে করছেন তার সমর্থকরা। সূত্র জানায়, নগর, থানা ও ওয়ার্ড কমিটিগুলোতে ডাবলু সরকারের জনপ্রিয়তা অন্য যে কোনো নেতার চেয়ে বেশি। এর বাইরে নগর কমিটির শীর্ষ নেতৃত্ব ও দলীয় নেতা-কর্মীদের আলোচনায় আছেন বর্তমান কমিটির সহসভাপতি নওশের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, আহসানুল হক পিন্টু, সরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের রুবন। এ ছাড়াও এই পদটি পেতে তৎপরতা চালাচ্ছেন ছাত্রলীগ নেতা গোলাম মুর্শিদ হত্যা মামলায় দন্ড পাওয়া আসামি আজিজুল আলম বেন্টু। তিনি যাতে কমিটিতে স্থান না পান, সে জন্য নগরজুড়ে পোস্টার সাঁটানো হয়েছে।

সর্বশেষ খবর