বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাংবাদিকদের ওপর হামলা

সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

সিটি নির্বাচনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) ব্যানারে শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকর্মীদের সরকারের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা চলছে। দলীয় আদর্শচ্যুত হাইব্রিডরাই সাংবাদিকদের ওপর হামলা করছে। তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে  সাংবাদিকরা যদি সন্ত্রাসী হামলার শিকার হয় তবে সেটি দুঃখজনক। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সাংবাদিকরা সারা দেশে আন্দোলন গড়ে তুলবে। সভাপতির বক্তব্যে আবু জাফর সূর্য বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। অথচ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী শনিবারের মধ্যে সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় আনতে হবে। 

আহত সাংবাদিক সুমনকে দেখতে হাসপাতালে তাবিথ-ইশরাক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন দুর্বৃত্তের কোপে গুরুতর আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে হাসপাতালে যান সদ্য সমাপ্ত দুই সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। গতকাল দুপুর ১২টার দিকে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাংবাদিক সুমন ও যুবদল নেতা সাদ্দাম হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সুমনকে আর্থিক অনুদানও দেওয়া হয়।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের মধ্যে কারও ওপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য বজায় রাখার। এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে ও বিশ্বাসের জায়গা থেকে আরও বেশি দূরে ঠেলে দেয়। নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।?

ইশরাক বলেন, নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারে হামলার ঘটনায় সেখানেও তিনজন সাংবাদিক আহত হন। নির্বাচনে যে সব সাংবাদিক দায়িত্ব পালন করেছিলেন, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছেন বলেই তাদের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। এ সময় বিএন?পির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী ক?মি?টির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলা?দেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.? মোস্তা?ফিজুর রহমান ইরান, বিএন?পি চেয়ারপারস?নের প্রেস উইংয়ের সদস্য শায়রুল ক?বির খান প্রমুখ উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত ঢাকা সি?টি করপোরেশন নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত হন আগামী নিউজ ডটক?মের সাংবা?দিক মোস্তা?ফিজুর রহমান সুমন?।? পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর