বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
যশোর-৬ আসনের উপনির্বাচন

প্রার্থী হতে চান চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিক। গতকাল দুপুরে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার এ ইচ্ছার কথা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য আবদুল হালিম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস শহীদ প্রমুখ। সম্প্রতি এ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর আগে এ আসনে সংসদ সদস্য ছিলেন ইসমাত আরা সাদেকের স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক। তার মৃত্যুর পর ইসমাত আরা সাদেক এ আসন থেকে সংসদ সদস্য হন এবং পরে প্রতিমন্ত্রীও হন। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক সাবেক শিক্ষামন্ত্রী সাদেকের চাচাতো ভাই। সংবাদ সম্মেলনে ওয়াহিদ সাদিক বলেন, কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন, কেশবপুরে রেল যোগাযোগ চালু, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে আধুনিক শপিং মল তৈরি, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, কেশবপুরে গণসংযোগ করতে আসার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর অনুমতি নিয়ে এসেছেন। সংবাদ সম্মেলনের পর তিনি তার বাড়ি সংলগ্ন একটি এতিমখানা উদ্বোধন করেন। পরে বড়েঙ্গা গ্রামে গণসংযোগ শুরু করেন। গণসংযোগের এক পর্যায়ে পথসভায় ওয়াহিদ সাদিক ও শাবানা বক্তৃতাও করেন।

সর্বশেষ খবর