বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মৃত্যুর কারণ জানতে বাঘের ময়নাতদন্ত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে রহস্যজনকভাবে মৃত রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল কুদ্দুস মৃত বাঘটির ময়নাতদন্ত করেন। এ সময় তিনি প্রায় অর্ধেক অংশ কুমিরে খাওয়া বাঘটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, সোমবার বিকালে কবরখালী খালের চর থেকে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। পেছনের অংশ কুমিরে খাওয়া ও বাকি অংশ পচে যাওয়া প্রায় ২০ বছর বয়সী এই বাঘটি কোন লিঙ্গের তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে বাঘটি বার্ধক্যজনিত কারণে নদীর পাড়ে পানি খেতে নেমে আর সেখান থেকে উঠতে না পারে মারা যায়। ওইদিনই সুন্দরবন বিভাগের দুবলা বন অফিস প্রাঙ্গণে মৃত বাঘটিকে মাটিচাপা দিয়ে রাখা হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ জানতে গতকাল দুপরে শরণখোলা রেঞ্জ অফিসে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আবদুল কুদ্দুস জানান, মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাঘটির শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তবে মৃত বাঘটির শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাঘটি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর