বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জেলার রাজনীতি মানিকগঞ্জ

মানিকগঞ্জে বদলে গেছে রাজনীতি

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

একসময় মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সেই অবস্থা নেই। তিনটি নির্বাচনী আসনের মধ্যে তিনটিই আওয়ামী লীগের দখলে। মানিকগঞ্জ-১ আসনে এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক স্বপন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাহিদ মালেক স্বপন বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আবদুস সালামের নেতৃত্বে জেলায় আওয়ামী লীগ শক্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠনের পর জেলার নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগ বেড়েছে। কদরও বেড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। এত দিন আওয়ামী লীগের গ্রুপিং তেমন চোখে পড়েনি। তবে জেলা শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি হওয়ার পর অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পায়। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। জানা যায়, গত বছর ৭ অক্টোবর আবদুল জলিলকে জেলা শ্রমিক লীগের সভাপতি করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। এর কিছুদিন পর বাবুল সরকারকে সভাপতি করে ৭১ সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি কেন্দ্র থেকে করে দেওয়া হয়। পরের কমিটি বাতিলের দাবিতে আবদুল জলিল বাদী হয়ে আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। একসময় সবগুলো আসনই বিএনপির দখলে ছিল। বর্তমানে  মামলা-মোকদ্দমায় নেতা-কর্মীরা দিশাহারা। তার ওপর দলীয় কোন্দলে বিএনপি এখন এলোমেলো। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি দীর্ঘদিনেও একটি পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।  জানা যায়, ১৯৯৮ সালে জেলার একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। সে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই ২০০১ সালে ভেঙে যায়। এভাবেই দলটি এক যুগ চলার পর ২০১৩ সালে প্রয়াত মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতাকে সভাপতি,  আরেক প্রয়াত মন্ত্রী সামসুল ইসলাম খান নয়া মিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে  ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। দীর্ঘ সময় পার হলেও সে কমিটি পূর্ণাঙ্গ হয়নি। অবশেষে গত বছর ১ মে আবার ৬৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ কমিটিতে জামিলুর রশীদ খানকে আহ্বায়ক ও এস এ কবীর জিন্নাহকে সদস্য সচিব করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর