বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করা হবে

-গোলাম মহীউদ্দীন, সভাপতি জেলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ

পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করা হবে

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানিকগঞ্জে আওয়ামী লীগ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এ সরকারের আমলে জেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। অনেক বড় বড় কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে মানিকগঞ্জের চিত্রই পাল্টে যাবে। তিনি বলেন, আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন। তারা ভালোমন্দ বুঝে সিদ্ধান্ত নেয়। উন্নয়ন ও শান্তির কারণে জেলায় আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের লোকজন স্বাধীনতায় বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের পক্ষ নিয়েছে। জেলা সভাপতি বলেন, এখন কাজ একটাই- পরিচ্ছন্ন এবং পরীক্ষিত লোকজন নিয়ে কমিটি গঠন করা। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটিতে কোনো অনুপ্রবেশকারীকে রাখা হবে না। অনুপ্রবেশকারীদের বের করে প্রকৃত আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিশ্বাসী ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে। যেসব অঙ্গ-সংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ দ্রুত সেসব কমিটি করা হবে। কমিটি গঠিত হলে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। বর্তমানে দলে ছোটখাটো বিষয় ছাড়া কোনো কোন্দল নেই। শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটির বিষয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে শ্রমিক লীগের দুটি কমিটিই অনুমোদন করেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও জানান, ২০০৩ সালে তিনি প্রথম জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তী কাউন্সিলেও তিনি সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। ওয়ার্ড কমিটি থেকে জেলা কমিটি নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর