শিরোনাম
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ময়দা দিয়ে গ্যাস্ট্রিকের ক্যাপসুল!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলম ফার্মেসি থেকে গতকাল ময়দা দিয়ে তৈরি বিপুলসংখ্যক নকল ‘সেকলো’ ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের ক্যাপসুল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওই ফার্মেসির  গুদাম থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধও জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘আলম ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দা দিয়ে তৈরি ২২৪ পাতা ( প্রতিটিতে ১০ পিস) নকল ‘সেকলো’ ক্যাপসুল এবং প্রায় ১ লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়।’

 তিনি বলেন, ‘আসল সেকলোর দানা ছোট ও স্বাদ তিতা। আর নকল সেকলোর দানা হোমিওপ্যাথিক ওষুধের মতো ও স্বাদ ময়দার মতো। গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বাজারে সেকলো ক্যাপসুলের চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা নকল করে বাজারজাত করছে।’

সর্বশেষ খবর