বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুরাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব দাবি করেছে, নিহত শহীদ চিহ্নিত ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে তুরাগ, উত্তরা, টঙ্গীসহ বেশ কয়েকটি থানায় দুটি হত্যাসহ ২০টি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল ভোর রাতের দিকে তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ ডাকাত  দলের সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযানে যান। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে একাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হোসেন ওরফে কানা শহীদ নিহত হন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ২১টি কার্তুজ ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান  জানান, কানা শহীদই প্রথম চোখে মলম মাখিয়ে রাজধানী ও এর আশপাশের এলাকায় সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ছিনতাই শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

সর্বশেষ খবর