শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ দিনে ক্রেতা ঢল বাণিজ্য মেলায়

ওলী আহম্মেদ, শেকৃবি

শেষ দিনে ক্রেতা ঢল বাণিজ্য মেলায়

শেষ দিনে গতকাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ঢল নামে -বাংলাদেশ প্রতিদিন

দুই দফায় সময় বাড়িয়ে গতকাল পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের। শেষ দিনে দিনভর ছিল ক্রেতার উপচে পড়া ভিড়। পূর্ব ঘোষণা অনুযায়ী গত রাত পৌনে ৯টা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও পৌনে ৮টায় মেলা প্রাঙ্গণে হঠাৎ হৈচৈ শুরু হলে টিকিট বিক্রি ও প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার শেষ সময় রাত পৌনে ৮টায় মেলার ভিতরে হঠাৎ হৈচৈ শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে বাড়তে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ও লাঠিচার্জ করে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ সময় বাইরে অসংখ্য দর্শনার্থী মেলায় প্রবেশ করতে চাইলেও টিকিট দেওয়া হয়নি এবং ৮টায় মেলায় প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এবারের মেলা নিয়ে বিক্রেতা ও ক্রেতা-দর্শনার্থীরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চলতি বছরের ১ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশ নেয়।

সর্বশেষ খবর