শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পূর্ণাঙ্গ কমিটির কাজ চলছে

-নজরুল ইসলাম, সম্পাদক, আওয়ামী লীগ

পূর্ণাঙ্গ কমিটির কাজ চলছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, উপজেলা ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরেই ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। সে জন্য কাজ করছি আমরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে শক্তিশালী একটি জেলা কমিটি করব আমরা। তিনি জানান, ‘আগের কমিটির অনেকেই মারা গেছেন। তাদের স্থলে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা বর্ণিল আয়োজনে মুজিববর্ষ উদযাপন করব। উপজেলা কমিটিগুলোও কর্মসূচি দেবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার পদক্ষেপও নিচ্ছি আমরা।’ এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় দুই মাস হতে চললেও মেয়াদোত্তীর্ণ নিজেদের আওতাধীন ৯টি উপজেলা ও পৌর শাখায় সম্মেলন করতে পারেনি। জানা গেছে, সম্প্রতি জেলা বিএনপির সাংগঠনিক উপজেলা সাতক্ষীরা সদর, শহর, দেবহাটা, আশাশুনি, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক ও মতবিনিময় সভা করেছে শহরের একটি রিসোর্টে। অচিরেই বাকি তালা-কলারোয়া ও কলারোয়া পৌরসভার নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক সভার মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম হাতে নেওয়া হবে। উপজেলা শাখাগুলো ইউনিয়ন শাখায় এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড শাখাগুলোর কমিটি গঠন করা হবে। বিএনপি নেতারা বলছেন, দলের সর্বস্তরের নেতা-কর্মী চাঙ্গা রয়েছেন। কিন্তু পুলিশের হয়রানির কারণে ঘরোয়া সভা ও বৈঠক করতে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় তাদের।

সর্বশেষ খবর