শিরোনাম
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পুলিশের কারণে ইনডোর কর্মসূচি

-আবদুল আলিম, সহ-সভাপতি, বিএনপি

পুলিশের কারণে ইনডোর কর্মসূচি

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুল আলিম বলেন, কেন্দ্র ঘোষিত সব কার্যক্রম যথাযথভাবে পালিত হচ্ছে। বাইরে মিছিল-মিটিংয়ে পুলিশের বাধার কারণে ইনডোরে পালন করতে হয় দলীয় কর্মসূচি। ইতিমধ্যে শহরের একটি ঐতিহ্যবাহী রিসোর্টে ৬টি সাংগঠনিক ইউনিটের মিটিং ও আলোচনা সভা হয়েছে। তারেক রহমানের জন্মদিন, কোকোর মৃত্যুবার্ষিকী ও দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির অবস্থান আগের চেয়েও এখন শক্তিশালী। তবে পুলিশ বাইরে কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। পুলিশের কারণে রাজপথে জোরেশোরে কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সময়ে সব শাখার সম্মেলন শেষে জেলার সম্মেলন আয়োজন করা হবে বলে জানান তিনি। এ ছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জেলায় দলটির নেতারা কিছুটা ঝিমিয়ে পড়েছেন। এদিকে প্রকাশ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল-মিটিং না করলেও ভিতরে ভিতরে তারা সংগঠিত হচ্ছে। মসজিদ ও ইসলামী জলসাভিত্তিক ওয়াজ মাহফিলে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেন।

সর্বশেষ খবর