শিরোনাম
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তুরাগ তীরের পাঁচতলা মার্কেটসহ ২৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

তুরাগ তীরে অভিযান চালিয়ে পাঁচ তলা মার্কেটসহ ২৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বিশেষ অভিযানের তৃতীয় দিনে টঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে দশমিক ৫ একর তীরভূমি অবমুক্ত করার পাশাপাশি দখলদারদের ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদী রক্ষায় এর আগে ৫০ কার্যদিবসে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থায়ী সীমানা পিলার বসানোর কাজ চলছে। এর মধ্যে ফের দখল শুরু হতে দেখে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গতকাল একটি পাঁচ তলা মার্কেট, তিনটি আধা পাকা দোকান ও ২৪টি কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ফের তুরাগতীরে উচ্ছেদ অভিযান শুরু হবে।

সর্বশেষ খবর