শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্কুলের জমি দখল করে বিক্রি, আশুলিয়ায় ইউপি চেয়ারম্যানকে তলব

নিজস্ব প্রতিবেদক

সাভার থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন মাতবরের বিরুদ্ধে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তারের দফতরে শুনানি হবে। ওই দিন চেয়ারম্যানকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

নোটিস থেকে জানা গেছে, আশুলিয়ার দোসাইদ মৌজার ৭৯ ও ৭৮ নম্বর খতিয়ানের ১৭১, ১৭৮, ১৭৯ ও ১১০ নম্বর দাগের ৪ একর ৭২ শতাংশ সরকারি জমি চেয়ারম্যান শাহাব উদ্দিন শক্তিপ্রয়োগ করে দখল করে নিয়েছেন। ওই জমি সরকার দোসাইদ এ কে হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবরে বিদ্যালয়ের জন্য লিজ দিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে ইউনিয়ন চেয়ারম্যান নিজের প্রভাব খাটিয়ে জমিটি নিজের দখলে নিয়ে নেন বলে সাইদুর রহমান নামে এক ব্যক্তি সম্প্রতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিষযটি তদন্ত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় কমিটি গঠন করে। তদন্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তারের স্বাক্ষরিত অপর একটি নোটিস থেকে জানা যায়, আশুলিয়ার চেয়ারম্যান শাহাব উদ্দিন সরকারি আরেকটি জমি নিজে দখল করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। জানা গেছে, আশুলিয়ার গৌরিপুর মৌজায় অবস্থিত ১০৭ ও ১৬৯ নম্বর খতিয়ানভুক্ত  এস এ দাগ নম্বর- ৬৯, ৭০ ও ৭১ আর এস ৭২১ ও ৭২২, ভিপি কেস নম্বর-৩৩/৮২ এর আওতায় ২ একর ৭৮ শতাংশ জমি সরকার স্থানীয় চানগাঁও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নামে এককালীন লিজ দিয়েছিল। সেই জমি চেয়ারম্যান শাহাব উদ্দিন জবরদখল করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছে টাকার বিনিময়ে হস্তান্তর করেছেন। এই বিষয়েও সাইদুর রহমান ঢাকার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ বিষয়েও আগামী রবিবার ৯ ফেব্রুয়ারি বেলা ১টায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সশরীরে তদন্ত কর্মকর্তার কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর