শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাণিজ্যে বিপর্যয় হুমকিতে অর্থনীতি

-কাজী আকরাম উদ্দিন আহমদ

বাণিজ্যে বিপর্যয় হুমকিতে অর্থনীতি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি বলেছেন, করোনাভাইরাস বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। কারণ, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের  স্থানীয় বাজারও চীনের ওপর নির্ভরশীল। আমাদের অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পের বড় অংশীদারও চীন। ফলে দেশের উন্নয়ন প্রকল্পও হুমকিতে পড়বে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, চীনের করোনাভাইরাস দীর্ঘায়িত হলে বাংলাদেশের স্থানীয় বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। মারাত্মক ক্ষতির শিকার হবে অর্থনীতি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ, আমরা চীন থেকে যেমন আমদানি করি, তেমন আবার রপ্তানির বিষয়ও জড়িত। দ্রুততম সময়ের মধ্যে ভাইরাস নিয়ন্ত্রণে এলে ক্ষতি কমই হবে। করোনাভাইরাসের কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য। চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ প্রতি বছর সারা বিশ্ব থেকে যে পরিমাণ আমদানি করে তার ৩৫ শতাংশই করে চীন থেকে। চীনের এ অচলাবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, চীন থেকে বছরে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে চীন থেকে পণ্য জাহাজিকরণ, বুকিং ও বিক্রি আপাতত বন্ধ রয়েছে। অনেক দেশ চীনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশও চীনের নাগরিকদের আগমনী ভিসা বন্ধ করেছে। আকাশপথেও যাতায়াত স্থগিত হতে পারে। ফলে ব্যবসার খরচও কিছুটা বাড়বে।

সর্বশেষ খবর