শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মন্দা শুরু হয়েছে আমরা উদ্বিগ্ন

-ড. রুবানা হক

মন্দা শুরু হয়েছে আমরা উদ্বিগ্ন

করোনাভাইরাসের প্রভাবে চীন থেকে পণ্য আমদানিতে মন্দা শুরু হয়েছে বলে মনে করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেছেন, আমরা উদ্বিগ্ন। চলমান এ সংকট দীর্ঘায়িত হলে মারাত্মক প্রভাব পড়বে এবং সম্ভবত নিয়ন্ত্রণহীন হবে। এটা পোশাকশিল্পের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদেশে  অবস্থানরত ড. রুবানা হক গতকাল টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাভাইরাসের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব বস্ত্র ও পোশাকশিল্পের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ চীন থেকে আমাদের কাঁচামালের আমদানি উল্লেখযোগ্য। চীন আমাদের কাঁচামালের বড় উৎস। আবার এই বাজারে গত অর্থবছরে আমাদের তৈরি পণ্য রপ্তানি হয়েছিল ৫০৫ মিলিয়ন ডলার মূল্যের। করোনাভাইরাসে আক্রান্ত চীনের জনগণের প্রতি আমরা গভীর সহানুভূতিশীল। আশা করছি, চীন এ সংকট থেকে দ্রুত পুনরুদ্ধার করতে পারবে। তবে সংকট অব্যাহত থাকলে আমাদের কারখানাগুলোয় কাঁচামাল সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের মোট কাঁচামালের প্রায় অর্ধেক আমদানি হয় চীন থেকে। সেই চীন সংকট উত্তরণে ব্যর্থ হলে আমাদের সরবরাহ শৃঙ্খলা একটি অপরিবর্তনীয় দুর্যোগের দিকে নিয়ে যাবে। এখন আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কারণ ইতিমধ্যে আমদানিতে মন্দা শুরু হয়েছে। ড. রুবানা হক বলেন, বাংলাদেশের গার্মেন্ট খাত এমনিতেই একটা প্রকট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এরপর এই করোনাভাইরাসের অচলাবস্থা যদি দীর্ঘায়িত হয় তাতে আমাদের গার্মেন্ট খাতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তবে এ সুযোগে আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ কিছু কারখানায় ইতিবাচক প্রভাবও পড়বে।

সর্বশেষ খবর