শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছুটির দিনে প্রাণের উচ্ছ্বাস

মোস্তফা মতিহার

ছুটির দিনে প্রাণের উচ্ছ্বাস

গ্রন্থমেলা শুরুর দিন থেকে ছুটির দিন শুক্রবারের অপেক্ষায় ছিলেন প্রকাশক ও লেখকরা। গতকাল সেই কাক্সিক্ষত দিনে প্রকাশক ও লেখকদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে। কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে ছুটির দিনে মেলায় ছুটে এসেছেন বইপ্রেমীরা। ব্যক্তিগত, সপরিবারে ও দলবেঁধে এসে অমর একুশে  গ্রন্থমেলাকে সাফল্যের দিকে নিয়ে গেছেন তারা। গতকাল ছিল এবারের মেলার ষষ্ঠ দিন, প্রথম ছুটির দিন ও প্রথম শুক্রবার। সেই সঙ্গে ছিল ছোট্ট সোনামণিদের জন্য প্রথম শিশুপ্রহর। এদিন বেলা ১১টায় মেলার প্রবেশদ্বার খোলা হয়। প্রবেশদ্বার খোলার পরপরই শিশুদের কলতানে মুখরিত হয়ে ওঠে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। আর বিকাল থেকে রাত পর্যন্ত বড়দের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস ফিরে আসে অমর একুশে গ্রন্থমেলায়। এদিন মেলায় আগতরা পছন্দের বই কেনার পাশাপাশি স্টল ও প্যাভিলিয়নে ঘুরে ঘুরে ক্যাটালগও সংগ্রহ করেছেন। সকালে ছোটদের আর বিকালে বড়দের সমাগমে ষষ্ঠদিনে একুশের চেতনায় শানিত গ্রন্থমেলা তার চিরচেনারূপে ফিরে যায়। বলাকা প্রকাশনীতে কর্মরত রুম্পাও শোনালেন একই কথা। তিনি বলেন, আমাদের স্টলটা একেবারে কোনায় পেয়েছি। এদিকে লোকজনের আনাগোনা নেই। ফলে বিক্রিও আশানুরূপ হচ্ছে না। তবে ভিন্নকথা শোনালেন অধ্যয়নের তাসনুভা আদিবা, কথা প্রকাশের মোহাম্মদ রাজীবুল হাসান, আদর্শ প্রকাশনীর মামুন-অর-রশীদ। অধ্যয়নের স্বত্বাধিকারী তাসনুভা আদিবা জানালেন তার প্রতিষ্ঠানে অন্তিক মাহমুদের থ্রিলার উপন্যাস ‘চল্’ ও আয়মান সাদিক সায়মান সাদিকের ‘কমিউনিকেশন হ্যাকস’ ভালো বিক্রি হচ্ছে। কথা প্রকাশের বিক্রয়কর্মী মোহাম্মদ রাজীবুল হাসান জানালেন রকিব হাসানের গোয়েন্দা কাহিনির বই গুপ্তধনের সংকেত, একই লেখকের ‘ব্ল্যাক ম্যাজিক’ ও সুমন্ত আসলামের ‘প্রধানমন্ত্রী প্রতিদিন আমাদের বাসায় চা খেতে আসেন’ এর খুব কাটতি রয়েছে। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন অনেক প্রকাশক। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, গতকাল ষষ্ঠদিনে মেলায় নতুন বই এসেছে ৩০৮টি। শিশুপ্রহর : গতকাল ছিল মেলার প্রথম শিশুপ্রহর। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা সময়কে শিশুপ্রহর ঘোষণা করে বাংলা একাডেমি। আর এ প্রহরে বাবা-মায়ের হাত ধরে মেলায় আসেন ছোট্ট সোনামণিরা। কচিমুখের কলতানে, দুরন্তপনা ও বইকেনার দৃশ্য মেলাজুড়ে অন্যরকম এক ভালোলাগার পরিবেশ সৃষ্টি করে। সিসিমপুরে হালুম, টুকটুকির সঙ্গে দুষ্টুমির পাশাপাশি বাবা-মায়ের কাছ থেকে আবদারকৃত প্রিয় বইটিও কিনে নিতে কার্পণ্য করেনি খুদে পাঠকরা। মূল মঞ্চ : বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা এবং এর অনুবাদ ‘Ballad of our Hero : Bangabandhu’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। আলোচনায় অংশ নেন খায়রুল আলম সবুজ এবং আনিসুল হক। অনুবাদকের বক্তব্য প্রদান করেন ড. ফকরুল আলম। সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী। কবিতা পাঠ করেন কবি হাসান হাফিজ, গোলাম কিবরিয়া পিনু, নুরুন্নাহার শিরীন, রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি করেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, আলোক বসু এবং কাজী বুশরা আহমেদ তিথি। শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা : সকাল সাড়ে ৮টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। প্রতিযোগিতা সস্ত্রীক পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সর্বশেষ খবর