শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঐক্য ফেরানোর উদ্যোগ নিয়েছি

-কামরুল আহসান শাহজাহান সভাপতি, জেলা আওয়ামী লীগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ঐক্য ফেরানোর উদ্যোগ নিয়েছি

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ একটা বড় দল। বড় দলে মতবিরোধ, মতভিন্নতা থাকা স্বাভাবিক। তাই বলে চেইন অব কমান্ড  নেই, তা বলা যাবে না। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাদের কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। জবাব দেওয়ার পর তাদের নেত্রী ক্ষমা করে দিয়েছেন। সেই নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি হয়েছিল। এখন দলের ঐক্য ফেরানোর উদ্যোগ নিয়েছি। তিনি আশা করেন যে তার উদ্যোগ সফল হবে। বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। দলের গ্রুপিং এবং নেতাদের কারও কারও নিজস্ব বলয় সৃষ্টি প্রসঙ্গে প্রবীণ এই নেতা বলেন, সাধারণ নেতারা নিজস্ব বলয় তৈরি করেন না। বিভিন্ন এলাকায় কোনো কোনো এমপি নিজস্ব বলয় সৃষ্টি করেন। দলে অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বলেন, দলে উল্লেখযোগ্য অনুপ্রবেশকারী নেই। আগামী জেলা সম্মেলনে অনুপ্রবেশকারী কেউ জায়গা পাবে না, বরং ত্যাগীরাই স্থান পাবে। হাই কমান্ডের নির্দেশে বর্তমানে তৃণমূলের কমিটি গঠনের কাজ চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি উপজেলা সম্মেলন করে কমিটি গঠন করা হয়েছে। সব উপজেলা সম্মেলন শেষ করে এ বছরের শেষ নাগাদ জেলা সম্মেলন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর