শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অবশেষে বন্ধ সেই নলকূপের গ্যাস নির্গমন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবশেষে বন্ধ সেই নলকূপের গ্যাস নির্গমন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদ্যালয়ে নলকূপ বসানোর জন্য খনন করা কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় বালু ও গ্যাস নির্গমন বন্ধ হয়। তবে এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে শেরেবাংলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন করে আর গ্যাস নির্গমন না হলে আগামী রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আল মামুন ভূঁইয়া। স্থানীয়রা জানান, কসবা উপজেলার বিদ্যানগর গ্রামের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন নলকূপ বসানোর কাজ শুরু হয়। নলকূপ বসানোর জন্য কূপ খননের পর গত বুধবার হঠাৎ বিকট শব্দে ওই কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হতে থাকে। তীব্র বেগে অনবরত বালু ও গ্যাস বের হওয়ার কারণে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয় চারপাশে। শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভূঁইয়া জানান, বালু ও গ্যাস নির্গমন হওয়ার কারণে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। যদি নতুন করে আর বালু ও গ্যাস না বের হয় তা হলে সবকিছু পরিষ্কার করে কাল থেকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। কসবার সালদা গ্যাসফিল্ডের প্লান্ট অপারেটর রেজাউল করিম জানান, এখন পরিস্থিতি একেবারে শান্ত। কূপের পানি কয়েক ফুট নিচে নেমে গেছে। বালু ও গ্যাস নির্গমন বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর