শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাগরিকত্ব নিয়ে আপিলে পরাজয় সেই শামিমার

প্রতিদিন ডেস্ক

নাগরিকত্ব কেড়ে নেওয়ার যুক্তরাজ্যের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম পর্যায়ে হেরে গেছেন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি শামিমা বেগম। আইএসপত্নী শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আশায় বড় ধাক্কা এটা। খবর বিডিনিউজের।

২০১৫ সালের শুরুর দিকে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির নবম শ্রেণির ছাত্রী শামিমা আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। ২০১৯ সালের  ফেব্রুয়ারিতে তাকে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে খুঁজে পাওয়া যায়। তার বয়স এখন ২০। শামিমার খোঁজ মেলার পর তিনি যুক্তরাজ্যে ফিরতে চাইলেও তার ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। এরপরই ব্রিটিশ নাগরিকত্ব টিকিয়ে রাখতে আইনি লড়াই শুরু করেন শামিমা। গত বছরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে (এসআইএসি) আবেদন করেন তিনি। সেই আপিলের শুনানি শেষেই গতকাল সকালে রায় শুনিয়েছে আদালত। এতে বলা হয়েছে, নাগরিকত্ব কেড়ে  নেওয়ার যে সিদ্ধান্ত সাজিদ জাভিদ নিয়েছেন, তাতে শামিমা রাষ্ট্রহীন হবেন না। কারণ জন্মসূত্রে ও আইনগতভাবে তার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। আন্তর্জাতিক আইনানুযায়ী, রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা থাকলে কারও নাগরিকত্ব বাতিল করা বেআইনি। কিন্তু শামীমা তার মায়ের সম্পর্কের সূত্র ধরে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে পারেন বলেই মনে করে যুক্তরাজ্য। যদিও ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শামিমা বাংলাদেশের নাগরিক নন। তাকে দেশে প্রবেশ করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

সর্বশেষ খবর