রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বসুন্ধরায় বেসিস সফটএক্সপোর পর্দা নামছে আজ

হেলিকপ্টার রাইডসহ উপহারের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

হেলিকপ্টার রাইডসহ উপহারের ছড়াছড়ি

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি খাতের মেলা ‘বেসিস সফটএক্সপো-২০২০’-এর শেষ দিন আজ। মেলায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন সেবা ও পণ্যে ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় নানা উপহার ঘোষণা করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। গতকাল মেলা ঘুরে দেখা গেছে, মেলায় আসা দর্শনার্থীদের জন্য দারাজ বিডি লটারির মাধ্যমে হেলিকপ্টার রাইড ও তারহীন স্যাটেলাইট সেবা ‘আকাশ ডিটিএইচ’ পুরস্কার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির জুনিয়র এক্সিকিউটিভ সাইফ আনোয়ার জানান, মেলার দর্শনার্থীরা দারাজ অ্যাপের মাধ্যমে একটি ফরম পূরণ করে জমা দিলে শেষ দিন লটারির মাধ্যমে দুজন বিজয়ীকে প্রিয়জনের সঙ্গে হেলিকপ্টার রাইড ও একজনকে আকাশ ডিটিএইচ পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে সমাধান ডট কম মেলা উপলক্ষে তাদের বিউটি সার্ভিস, ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, পেস্ট কন্ট্রোল, গেজেট সার্ভিস, অটোমোবাইল সার্ভিস, বাসা বা অফিস পরিবর্তন সার্ভিসসহ সব সেবায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। মেলা উপলক্ষে যানবাহন ট্র্যাকিং ডিভাইস ও সার্ভিসে প্রায় ৫০ শতাংশ ছাড় দিয়েছে এন ট্রাক। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস অফিসার আসিফুজ্জামান শিকদার বলেন, মেলায় ৪ হাজার টাকার ডিভাইসে অর্ধেক দাম রাখা হচ্ছে। সেই সঙ্গে প্যাকেজভেদে দেওয়া হচ্ছে যানবাহন ও চালকের ইন্স্যুরেন্স সুবিধা। এ ছাড়া মেলায় আসা নিবন্ধিত দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে নানা উপহারের ঘোষণা দিয়েছে আয়োজকরা। গতকাল তৃতীয় দিনে দর্শনার্থীর পদচারণে মুখর ছিল মেলাপ্রাঙ্গণ। আজ শেষ দিন রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আউটসোর্সিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নানা প্রয়োজনের জন্য দরকারি সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, নিজের বাড়ি বা যানবাহনকে চোরের হাত থেকে রক্ষার প্রযুক্তি, অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে নির্ভরযোগ্য গৃহকর্মী, ওষুধ, অটোমোবাইল সার্ভিস থেকে শুরু করে নানা সেবা পাওয়ার ব্যবস্থা, রেস্টুরেন্ট কর্মী বা শিশুর শিক্ষা ও খেলার সাথী হিসেবে রোবট, অনলাইন ব্যাংকিং, অ্যাপের মাধ্যমে কৃষি, মাছ চাষ বা ছাদবাগানের পরামর্শ, অ্যাকাউন্ট্যান্ট ছাড়াই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানের ভ্যাটের হিসাব-নিকাশসহ তথ্যপ্রযুক্তি খাতের আকর্ষণীয় সব উদ্ভাবন ও সেবা নিয়ে হাজির হয়েছে ২ শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর