রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় জেলে নেওয়া হয়নি। রাজনৈতিক কারণে সরকার যদি খালেদা জিয়াকে গ্রেফতার করত, তাহলে রাজনৈতিক কারণে তাঁকে মুক্তি দেওয়ার প্রশ্ন আসত। যেহেতু রাজনৈতিক কারণে এই মামলা হয়নি সেহেতু রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।  আন্দোলনের নামে সহিংসতা করলে  দাঁতভাঙা জবাব দেওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা যেই আন্দোলনই করুক, তারা আন্দোলন ডাক দিতে পারেন, তারা আন্দোলন করতে  চাইলে করবেন। সরকার হিসেবে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের। কোনো আন্দোলন যদি রাজনৈতিক হয়, আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতা হয়, যেটা তারা বারবার করে আসছে, সেরকম আন্দোলন তারা করতে চাইলে মোকাবিলা করা হবে,  দাঁতভাঙা জবাব দেব। বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাদের ভোটার কোথায় ছিল নির্বাচনের দিন? নির্বাচনের আগে দুই সিটির মেয়র প্রার্থীর সঙ্গে যে জমায়েত, মিছিল আপনারা করেছেন, তাদের এজেন্ট পর্যন্ত কেন্দ্রে আসেননি। তাহলে ভোট কেন্দ্র পাহারা দিল কীভাবে? ভোট পাহারার লোকজন কই? তাদের যে ভোট সেটা কেন পড়ল না? সেই ভোট কেন তারা দিল না, বাধা কোথায় পেয়েছে? আমি তো মনে করি যে নির্বাচন হয়েছে এটা অনেক স্বস্তিদায়ক। ১৫ ফেব্রুয়ারি সারা দেশে বিএনপির ডাকা বিক্ষোভ প্রসঙ্গে কাদের বলেন, শান্তিপূর্ণ কোনো সমাবেশে আমরা বাধা দেব না। যদি সেখানে সহিংসতার উপাদান যুক্ত হয়, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মন্নাফি, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, আনিসুর রহমান,  ইকবাল হোসেন অপু প্রমুখ।

সর্বশেষ খবর