রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভুটান কোনো প্রতিশ্রুতি দেয়নি

বিবিআইএন মোটরযান চুক্তির কাজ এগিয়ে নিতে ঐকমত্য

নয়াদিল্লি প্রতিনিধি

চারটি দেশের মধ্যে সড়ক সংযোগ গতিময় করার উদ্দেশ্যে দিল্লিতে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে ভারত, বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিরা বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল) মোটরযান চুক্তি বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভুটান এই বৈঠকে ‘পর্যবেক্ষক’ হিসেবে অংশ নেয়। চুক্তির ব্যাপারে ভুটান কোনো প্রতিশ্রুতি দেয়নি। বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দফতরের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) সরোয়ার মাহমুদ।

সর্বশেষ খবর