মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
কৃষি সংবাদ

কৃষিতে পানির নতুন চমক

ওলী আহম্মেদ, শেকৃবি

কৃষিতে পানির নতুন চমক

যদি এমন হয়- ‘সাধারণ পানি থেকে পরিশোধিত ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা উদ্ভিদকোষের মাধ্যমে পাতায় গিয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাড়িয়ে দেয়। ফলে গাছ হয় শক্তিশালী ও স্বাস্থ্যবান। গাছের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগবালাইয়ের বিরুদ্ধে, মিলবে বিষমুক্ত জৈব ও নিরাপদ ফসল। বৃদ্ধি পাবে গাছের মূল। ত্বরান্বিত হবে ফলন, বাড়বে কৃষি উৎপাদন’ তবে কেমন হতো? হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় কৃষি অধিদফতর (ইউএসডিএ) প্রত্যায়িত যুক্তরাষ্ট্রের ‘ইকোসল্ভ ওয়াটার অ্যানহেন্সমেন্ট টেকনোলজি’র বিশেষায়িত পানি পরিশোধন প্রযুক্তি সামগ্রিক কৃষি উৎপাদনে এমন ভূমিকাই রাখছে। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিনের নেতৃত্বে দেশে এই প্রথম এ প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামার ও কাশিমপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন খামারে ইতিমধ্যে বেশ কয়েকটি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। দেশের মাটিতে কৃষি গবেষণায় এ প্রযুক্তি দৃশ্যমান নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বলে জানান গবেষক ড. জামাল। পানি পরিশোধন প্রযুক্তি ‘ইকোসল্ভ’র মধ্য দিয়ে আসা পানিকে তিনি অলৌকিক পানিও (মিরাকল ওয়াটার) বলছেন। গতকাল শেকৃবি’র কৃষি অনুষদের সেমিনার কক্ষে ইকোসল্ভ প্রযুক্তির ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। শেকৃবি উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ড ইকোসল্ভ টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট মি. জন বিআর ওয়াকার। এছাড়াও বর্ণনামূলক বক্তব্য রাখেন ভারতীয় প্রতিষ্ঠান কপার্ট ইন্ডিয়া টেকনোলজি সেন্টার’র (সিআইটিসি) প্রধান কারিগরি কর্মকর্তা মোজেলা বালা। সেমিনারের বিশেষ অতিথি ছিলেন শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ‘কোনোপ্রকার রাসায়নিক পদার্থ, বৈদ্যুতিক তরঙ্গ কিংবা চুম্বকীয় উপাদান ছাড়াই তৈরি পানি পরিশোধনের বিশেষ এ প্রযুক্তিটিতে আছে সোডিয়াম যা মাটি থেকে মূলের সাহায্যে পুষ্টি উপাদান সরবরাহে কার্যকর পরিবাহক হিসেবে ভূমিকা রাখে।’ মাঠ কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্যখাতেও প্রযুক্তিটির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা সংরক্ষণে বিশ্বব্যাপী দৃষ্টান্ত রেখে চলেছে বলেও দাবি তাদের। দেশীয় বাণিজ্যিকীকরণে ‘ফার্মএইড বাংলাদেশ’ প্রযুক্তিটির একমাত্র পরিবেশক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর