বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এ সময় আগামী ১৫ মার্চের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্তের অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ  সভাপতি রফিকুল ইসলাম আজাদ। বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বিএফইউজে একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক খায়রুজ্জামান কামাল, সাজ্জাদ আলম খান তপু, অমিয় ঘটক পুলক, শেখ মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। ফরিদা ইয়াসমিন বলেন, সরকারের বারবার আশ্বাসের পরও মামলার চার্জশিট দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে কিন্তু আট বছরেও তারা মামলার তদন্তে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন মমতাময়ী মা। তিনি সাংবাদিকবান্ধব মানুষ। আশা করি, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার হবে। শাবান মাহমুদ বলেন, আমরা আলোচিত এ হত্যার বিচার দাবিতে প্রথম থেকেই সোচ্চার ছিলাম, আছি। আমরা অপরাধীর সঙ্গে আপস করতে জানি না। এ হত্যার বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা মেনে নিতে পারি না। মুজিববর্ষে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার করে সাংবাদিক সমাজকে লজ্জার হাত থেকে রক্ষায় সরকারের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা। রফিকুল ইসলাম আজাদ বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে সাগর-রুনি হত্যার বিচারের কোনো অগ্রগতি না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন সাংবাদিক নেতারা।

সর্বশেষ খবর