শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আগে গ্রুপিং থাকলেও এখন সবাই ঐক্যবদ্ধ

-ডা. মইনুল হাসান সাদিক সভাপতি জেলা বিএনপি

আগে গ্রুপিং থাকলেও এখন সবাই ঐক্যবদ্ধ

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনসহ সব নির্বাচনেই সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো নিদর্শন রাখেনি। তবুও সংশয় নিয়েই গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আগামী ২১ মার্চে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে বিএনপি অংশ নেবে। তিনি আরও বলেন, দলে ইতিপূর্বে গ্রপিং সমস্যা থাকলেও এখন সবাই ঐক্যবদ্ধ। কিন্তু পুলিশি বাধা ও আপত্তির কারণে গৃহীত কর্মসূচিগুলো জেলা কার্যালয়েই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। ইতিপূর্বে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় দলীয় কর্মকান্ডে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে সমস্যা হচ্ছে। তিনি বলেন, দলের অঙ্গসংগঠনগুলোর মধ্যে ছাত্রদলের কমিটি গঠনের জন্য কেন্দ্রের নির্দেশ পাওয়া গেছে। অন্যান্য অঙ্গসংগঠনের কমিটি গঠনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কেন্দ্র কর্মসূচি নিলে তা এখানেও পালন করা হবে।

সর্বশেষ খবর