শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ১১ লাখ টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের খসরুবাগান এলাকার মেসার্স হক ট্রেডার্সের মালিক আজিজুল হকের পক্ষে তার ম্যানেজার মামুনুর রশীদ ব্যবসায়িক কাজের জন্য হেমায়েতপুর বাসস্ট্যান্ডে আশা প্লাজার আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। ম্যানেজার মামুনুর রশীদ তার আরেক সহকর্মী লোকমান হোসেনসহ সাভারে আসার জন্য হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি রাজফুলবাড়িয়ার পুলিশ টাউন এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসটিকে আটকিয়ে দেয়। মাইক্রোবাসে থাকা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ডিবি পুলিশের পোশাকে অস্ত্রের মুখে বাসের ভিতরে ওঠে- ‘তোর নামে মামলা আছে’ বলে ম্যানেজার মামুনুর রশীদ ও লোকমান হোসেনকে ধরে নিয়ে মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে মারধর করে ১০ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে রাজধানীর খিলক্ষেত এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারে আসার জন্য একটি বাসে উঠিয়ে দেন। পরে মেসার্স হক ট্রেডার্সের মালিক আজিজুল হক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৮ ফেব্রুয়ারি টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা বা জড়িত কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে আজিজুল হক বলেন, পুলিশ বলছে, টাকা উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর