শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

গুটিকয়েক নেতা দায়ী

---------- জিল্লুল হাকিম , সভাপতি, জেলা আওয়ামী লীগ

গুটিকয়েক নেতা দায়ী

সংগঠনের কোন্দলের জন্য গুটিকয়েক নেতাকে দায়ী করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি। তিনি বললেন, নতুন  নেতৃত্ব এলে এই সমস্যার সমাধান হবে। দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। জিল্লুল হাকিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজবাড়ীতে সংসদীয় আসন ২টি। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়। তারপর থেকে কোন্দল। এটা মুষ্টিমেয় লোকের কোন্দল। এটাকে দলের অভ্যন্তরীণ কোন্দল বলা ঠিক হবে না। প্রবীণ এই রাজনীতিক বলেন, রাজবাড়ী জেলার ৫টি উপজেলাকে  নিয়ে দুটি সংসদীয় আসন। রাজবাড়ী-২ আসনে কোনো কোন্দল নেই। মূলত রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর মধ্যে দূরত্ব রয়েছে। তিনি বলেন, যখন কাজী কেরামত সাধারণ সম্পাদক ছিলেন তার সঙ্গে কাজ করেছি। কেন্দ্র কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছে। ইরাদত আলী ও কাজী কেরামতসহ জেলা আওয়ামী লীগের সব নেতাকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তিনি বলেন, বর্তমান কমিটি নিয়ে আমরা রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ভোটের মাধ্যমে করেছি। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব নিরসনে তিনি দুই ভাইকে নিয়ে একাধিকবার বসেছেন বলে জানান। সাময়িক সমাধান হলেও আবার দূরত্ব তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এ বছরের যে কোনো সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে নতুন নেতৃত্ব এলে সমস্যার সমাধান হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর