শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি

--------- অ্যাডভোকেট লিয়াকত আলী, জেলা আহ্বায়ক, বিএনপি

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চলেছি। বাংলাদেশ           প্রতিদিনকে তিনি বলেন, দল ক্ষমতায় না থাকার কারণে অনেক নেতা-কর্মী বিভিন্ন ব্যবসাসহ অন্য দলে চলে গেছেন। এ কারণে আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার করে অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, বিএনপি একটি বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কোন্দল আছে, থাকবে সেগুলো মেনে নিয়েই কাজ করতে হবে। তবে ইউনিয়ন কমিটি থেকে শুরু করে জেলা কমিটি গঠনের পর ঘুড়ে দাঁড়াবে রাজবাড়ী জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক জানান, রাজবাড়ী জেলা বিএনপিতে দীর্ঘদিনের কোন্দল ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সেই দ্বন্দ্ব আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে রাজবাড়ী-২ আসনে হারুন-আর-রশিদ হারুনকে মনোনয়ন না দেওয়ায় পাংশা, বালিয়াকান্দি, কালুখালীতে কোন্দল চরম আকার ধারণ করে। সেই কোন্দল কাটাতে নির্বাচনের পরে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে নির্বাচনের পরে নেতা-কর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় বিএনপির অনুমোদন পাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মুক্তি আন্দোলন বেগবান করা এবং রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোন্দল মেটানোর জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন সৃষ্টিলগ্নের পর এই সময়টাতেই সবচেয়ে দুর্দিনে রয়েছে বিএনপি।

সর্বশেষ খবর